May 24, 2025, 2:07 am
নতুন দিন
কাজী মহিউদ্দিন মঈন
নতুন বছর নতুন দিন
আসছে সেজেগুজে।
করবো বরণ আজি মোরা।
আল্লাহ রাসুল নামে।
দিলাম বিদায় অতীত কথা
ছিলো যত দুঃখ ব্যথা।
আমন্ত্রিত সুখ-তামাশা,
আসবে’ই ঠিক যেথায় সেথায়।
ভোর ভাঙ্গানো পাখির ডাক
শিশির ভেজা সকাল
রক্তিম সূর্যের অস্তমিত
মিষ্টি রোদের বিকেল।
মায়ের দোয়া বাবার শাসন
যেনো সদা পাই।
বছরের এই প্রথম দিনে
হে দয়াময় তব সকাশে চাই!
Leave a Reply