May 23, 2025, 6:07 pm
সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় হাফিজুর রহমান মাদানী
মোঃ আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান হাফিজুর রহমান মাদানী।
গ্রাজুয়েশন শেষ করায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (১২ মে ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ৬১ তম সংবর্ধনা অনুষ্ঠানে তারা এই সংবর্ধনা পান।
গ্রাজুয়েট হলেন সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামের মৃত : সিরাজুল ইসলাম (ছোটন) মিয়ার দ্বিতীয় ছেলে মোঃ হাফিজুর রহমান মাদানী।
এছাড়া ও তিনি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে, ২০১৭, ১৮ সেশনে ভাইস চ্যান্সেল এওয়ার্ড স্বর্ণপদকে ভূষিত হন।
জানা যায় যে ১৪৪৬ হিজরী সেশনে দাওয়া ও আকিদা বিভাগ থেকে সর্বোচ্চ রেজাল্ট মুমতাজ বা এক্সিলেন্ট নিয়ে পড়াশোনা সমাপ্ত করেন।
জানা যায় বিশ্ববিদ্যালয় থেকে এ বছর বিশ্বের ১১৪ টি দেশের মোট ৩ হাজার ১২৮ জন শিক্ষার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেন সংবর্ধনায় অংশ নিয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনার গভর্নর সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদ এসময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডক্টর সালেহ আল ওকালসহ বিশ্ব বর্ণের আলেমরা উপস্থিত ছিলেন।এবং এই আনন্দে তার বড় ভাই মো: আনিছুর রহমান দেশবাসী সকলের কাছে ফ্যামিলির পক্ষ থেকে দোয়া চেয়েছেন ।
Leave a Reply