ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে শরীয়তপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শরীয়তপুর প্রতিনিধি:
তারুণ্যের ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ" স্লোগানে ২৭ মে ২০২৫ তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও ২৮ মে ২০২৫ ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে শরীয়তপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে ২০২৫) বিকাল ৩ ঘটিকায় শরীয়তপুর অডিটোরিয়ামে শরীয়তপুর জেলা যুবদলের আয়োজনে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝির সভাপতিত্বে এবং সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্লা ও সদর উপজেলা যুবদলের বর্তমান সভাপতি রুহুল আমিন বেপারীর যৌথ সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধণণ সম্পাদক ও ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সমন্বয়ক সাব্বির আহমেদ দীপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সহ-সমন্বয়ক (১) মাহমুদুল হাসান বাপ্পী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ কোষাধ্যক্ষ ওফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সহ-সমন্বয়ক (১) রোকনুজ্জামান তালুকদার রোকন।
এসময় বক্তব্য রাখেন, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী।
সভায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, সদ্য সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সখিপুর থানার বর্তমান সভাপতি মাসুম বালা, নড়িয়া উপজেলার সভাপতি নিক্সন খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, জাজিরা উপজেলার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক দবির বেপারী, ভেদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ফারুক তালুকদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুব আলম খায়ের, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন, শরীয়তপুর পৌরসভার সাবেক সভাপতি কেএম রফিকুল ইসলাম পিন্টু, যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ, সোহাগ শরীফ, মাহবুব আলম মাহফুজ, কার্তিক পোদ্দার, আব্দুর রহমান মুন্সী, ইলিয়াস মিয়া, পলিন খান, মনির হোসেন পেদা, আলী মাদবর, আলী আশরাফ পাহাড়, সুমন পাহাড়, রুহুল আমিন পাহাড়, বিল্লাল সহ যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
* উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ মনির হোসেন কাজী * সম্পাদক: এডভোকেট মোঃ শাহিন * প্রকাশক: ইনছান সরদার
* অফিস: ৮/৩, কাজী আব্দুল হামিদ লেন, ঢাকা। * মোবাইল: 01774096205
Copyright © 2025 Anandonews24. All rights reserved.