চিকন্দী আইনজীবী সমিতির নতুন সভাপতি এ্যাড. মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড. জালাল আহমেদ সবুজ
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের চিকন্দী আইনজীবী সমিতির নির্বাচনে ১৩ সদস্যদের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি হয়েছেন, এ্যাড. আব্দুল মান্নান তালুকদার ও সাধারণ সম্পাদক হয়েছেন, এ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ।
এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি পদে এ্যাড. মাহমুদুর রহমান (মাহবুব), সহ-সাধারন সম্পাদক পদে এ্যাড. মেহেদী মান্নান হামিদী, কোষাধ্যক্ষ পদে এ্যাড. সরোয়ার হোসেন সিপাহী, লাইব্রেরী সম্পাদক পদে এ্যাড. সাইদুল ইসলাম (সাঈদ), দপ্তর সম্পাদক পদে এ্যাড. আক্তার হোসেন মাদবর, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মিজানুর রহমান পিন্টু এবং সদস্য পদে এ্যাড. ইসকান্দার আলী খান, এ্যাড. হেলাল উদ্দিন আখন্দ, এ্যাড. আনিসিদ্দি তালুকদার, এ্যাড. মাহাবুবা শিল্পী ও এ্যাড. রাজীব আকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
মনোনয়ন পত্র বিতরণ, দাখিল, বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশের দিন বুধবার (৭ মে ২০২৫) বিকেলে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড জামাল ভূইয়া।
আগামী ১২ মে ২০২৫ ছিল মনোনয়ন পত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের দিন এবং ২৪ মে ২০২৫ ছিল ভোট গ্রহণের দিন।
এদিকে, নতুন কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন আইনজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে, তারাও সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
* উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ মনির হোসেন কাজী * সম্পাদক: এডভোকেট মোঃ শাহিন * প্রকাশক: ইনছান সরদার
* অফিস: ৮/৩, কাজী আব্দুল হামিদ লেন, ঢাকা। * মোবাইল: 01774096205
Copyright © 2025 Anandonews24. All rights reserved.